মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জয়পুরহাটে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করনের মধ্যদিয়ে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালী শেষে কালেক্টরেট চত্ত্বরে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় মৎস অধিদপ্তরের কর্মকমর্তা ও স্থানীয় মৎসজীবী গন উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা মৎস কর্মকর্তা জি এম সেলিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।আলোচনা শেষে মৎস সেক্টরে অবদান রাখায় মৎসচাষী, মৎস বিক্রেতা ও খামারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৪/দুপুর ১:৩১