মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মাধবদী পৌরসভায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ ও কলকারখানা শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। বেলা সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, ২৪ ঘণ্টায় ছয় ঘণ্টাও বিদ্যুৎ সরবারহ করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। এ ছাড়া বেশ কিছুদিন ধরে ব্যাপকহারে লোডশেডিং বাড়ার কারণে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় জনসাধারণের ভোগান্তির পাশাপাশি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা জানিয়েছেন। এ বিষয়ে মাধবদী থানার ওসি কামরুজ্জামানকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৪