বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা কুরবানি ঈদের দিনে মুক্তি পেয়েছে দেশে। তার আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’!গানটির খণ্ড খন্ড অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তুফান মুক্তির পর থেকেই দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে। প্রকাশিত তুফানের ট্রেলারে ‘দুষ্টু কোকিল’ গানটির কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল। পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। পরে ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে এটি।
গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পায় ‘দুষ্টু কোকিল’। এর দুইদিনের মধ্যেই গত শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় গানটি।রোববার পর্যন্ত ইউটিউবে ৬৫ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০০