বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

আটোয়ারীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ছোটখাট দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। সহকারী রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র উপজেলা পরিষদের কনফারেন্স রুম থেকে ফলাফল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষনা মোতাবেক আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মোঃ আনিসুর রহমান ঘোড়া প্রতিকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মোর্শেদ(মানিক) টিয়া পাখি প্রতিকে ৩২ হাজার ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মখলেছুর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ২২ হাজার ৮৭৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোছাঃ লুৎফা বেগম কলস প্রতিকে ২৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রেনু একরাম ফুটবল প্রতিকে পেয়েছেন ২১ হাজার ০৩৭ ভোট।

ইউএনও বলেন, আটোয়ারীতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্যদিয়ে একটি শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোন প্রার্থীর অভিযোগ নেই। প্রতিটি কেন্দ্রের ফলাফল কেন্দ্রিয়ভাবে মিলিয়ে ঘোষনা করা হয়েছে। তবে ফলাফল ঘোষনার পূর্বে দুবৃত্তরা আকষ্মিকভাবে কনফারেন্স রুমে হামলা চালিয়ে দরজা,জানালা ও প্রজেক্টরের সরঞ্জামাদি ভাঙচুর করেছে। এব্যাপারে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit