মোঃ সালাহউদ্দিন আহমেদ: রাত সাড়ে দশটায় গলায় চাপাতি ঠেকিয়ে সুদের টাকা আদায় করলেন সুদারুর লোকজন। সরজমিনে গিয়ে জানাযায়, গত (২৫ এপ্রিল) বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বাগেশ্বর গ্রামের তিনতলা মুরগীর ফার্মের সামনে খালি মাঠে এঘটনা ঘটে।
অভিযুক্ত বাগেশ্বর গ্রামের হেলালউদ্দিন ওরফে হেলুর ছেলে জুয়েল ওরফে (কারফু) (৩০) জানায়, জুয়ার আসরে বসে মাথরা গ্রামের সামছুল মিয়ার ছেলে কাজল (৩২) একটি স্মার্ট ফোন জামানত রেখে সুদে পাঁচ হাজার টাকা নেন তার কাছ থেকে। কাজল মিয়া সুদে নেওয়া টাকা ফেরত দিয়ে মোবাইল ফোনটি ফেরত নিতে এলে সুদের অতিরিক্ত টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এসময় জুয়েল তার সাথে থাকা চাপাতি ঠেকায়ে সেই সুদের অতিরিক্ত টাকা আদায় করে বলে স্বীকার করে জুয়েল।
জুয়েলের সাথে চাপাতি কেনো ছিলো এমন প্রশ্নের জবাবে জুয়েল বলেন ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাগেশ্বর গ্রামের কিছু যুবক একটি পতিতাকে নিয়ে আসেন তার বাড়ির পাশে। জুয়েল বলেন সেই পতিতার কাছেও জুয়েল পনেরশত টাকা পাইতো সেই টাকা উদ্ধার করতে একই এলাকার ইব্রাহিমের ছেলে শফি(৩৬) এর পরামর্শে শফিসহ চাপাতি সাথে নিয়ে বাড়ি থেকে শফি আর জুয়েল পতিতার কাছে যায় এবং সেখানেও রায়হান নামের একজনকে চাপাতি দেখিয়ে ভয় দেখায় বলে জানায় জুয়েল। ঘটনা জানা জানি হলে, গতকাল সোমবার রাতে মাধবদী থানার এসআই ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে এসআই ফজলে রাব্বি বলেন, এমন ঘটনার সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/দুপুর ২:২৬