মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে চব্বিশ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার মাধবপুর থানার মির্জাপুর এলাকার নুর হোসেনের ছেলে শফিক (৩৫), একই জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকার নওশের আলী খানের ছেলে নাফিউদ্দিন (১৯)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, নরসিংদী মডেল থানা পুলিশের এস আই মোত্মাফিজুর রহমান সাহেপ্রতাব মোড়ে ডিউটি করাকালীন সময়ে গাঁজা বহনকারী একটি কাভার্ডভ্যান জেলার ইটাখোলা থেকে নরসিংদীর দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক কাভার্ডভ্যানটি আটক করে গাড়ীতে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে দুইটি বস্তায়থাকা পলিথিনে মোড়ানো চব্বিশ কেজি গাঁজা বের করে দেয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪০