মোঃ সালাহউদ্দিন আহমেদ : স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সম্মেলনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা_কর্মচারী সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সদর হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার ডা. মাহমুদুল কবীর বাশার কমলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বাচিপের আহবায়ক ডাক্তার সারোয়ার হোসেন শুভ।
সঞ্চালনা করেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন রনি। সভায় বক্তারা বলেন, চিকিৎসা কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্বাচিপ বাংলাদেশে চিকিৎসকসহ সকলের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে। আমার নরসিংদী জেলা স্বাচিপ প্রত্যেকে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। সকলের বিপদে একজোট হয়ে সহযোগীতা করবো। চিকিৎসক, কমকর্তা, কর্মচারি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. মাহমুদুল কবীর বাশার কমল, জেলা হাসপাতালের আরএমও ডা.পলাশ মোল্লা, বিমএর সাবেক সভাপতি এটিএম গোলাম দস্তগীরসহ জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/রাত ৮:১৫