মোঃ সালাহউদ্দিন আহমেদ: ১৯৯৬ সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে “জাতীয় শিশু দিবস” হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আমদিয়া ইউনিয়ন পরিষদ অফিসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু। আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবদুল হাই মাষ্টার, ইউপি সদস্য দেলোয়ার, আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল, যুবলীগ নেতা আজিত, যুবলীগ নেতা শাহীন, আরিয়ান শাহীন, সেকান্দার, ফরিদ, জুয়েল, মামুন প্রমুখ। দিনটি উপলক্ষে নরসিংদীর বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১২