মোঃ সালাহউদ্দিন আহমেদ: নিয়ম ভেঙে নরসিংদী আদালতের হাজতে জেলা ছাত্রদল সভাপতি ও হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমান নাহিদের জন্মদিন পালন করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ৫ মার্চের হলেও আদালত পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশ সুপারকে অবহিত করার পর বিষয়টি সবার নজরে আসে। সিদ্দিকুর রহমান নাহিদ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় ৩০টি মামলা রয়েছে।
সিদ্দিকুর রহমান নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানা যায়, ‘তার জন্মদিন ছিল গত ৫ মার্চ।’ একাধিক ব্যক্তি জন্মদিনের কেক দিয়ে আদালতের গারদের ভেতরে নাহিদের জন্মদিন পালন করেন। এ সময় নাহিদ ভিডিও কলের মাধ্যমে একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথন করার ছবিও দেখা গেছে। এ সময় জেলা যুবদলের সদস্য ঝুম্মন পাল, মাধবদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাৎ রাজীব, মাধবদী যুবদলের সদস্যসচিব অপু ও একই কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন এবং নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর আলী, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রুবেলসহ বিভিন্ন শাখার একাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। আদালতের গারদের ভেতরে নাহিদের জন্মদিন পালনের কিছু ছবি স্থানীয় সাংবাদিকদের হাতে এসেছে। এতে দেখা যায়, তিনি বন্ধুদের সঙ্গে বসে কেক কাটছেন। কেউ কেউ তাকে কেক খাইয়ে দিচ্ছেন। এ সময় তিনি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বাইরের কারও কারও সঙ্গে কথাও বলেন।
মামলার বাদী ও নিহত ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাইকে হারিয়ে আমরা মর্মাহত। সেখানে ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ও সরাসরি অংশগ্রহণে আমার ভাইকে হত্যা করা হয়। আবার সেই হত্যাকারী আদালতের গারদে বসে পুলিশের উপস্থিতিতে আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করে। সেটা কতটা কষ্টের, সেটা ভাই হারানো ব্যক্তি ছাড়া কেউ বুঝবেন কিনা আমি জানি না। যারা আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে পবিত্র আদালতের গারদে বসে জন্মদিন পালন করেন এবং যারা সহায়তা করেছেন, তাদের শাস্তি দাবি করছি।’
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪৯