মোঃ সালাহউদ্দিন আহমেদ : নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে নরসিংদীর মাধবদীতে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। রবিবার মাধবদীস্থ ফ্যামিলী কমিউনিটি সেন্টারে মাধবদী পৌরসভার আয়োজনে এই মেলা শুরু হয়। মেলায় প্রধান অতিথি থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক আরো বলেন নারীরা যে পর্দায় থেকেও ব্যবসা করতে পারে এটা তারই উদাহরণ এই নারী উদ্যোক্তাদের যে কোনো সহায়তায় মাধবদী পৌরসভা ও আমি সামগ্রিক ভাবে সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি ও শাম্মী’স কিচেন এর স্বত্বাধিকারী ফারজানা তাবাচ্ছুম শাম্মী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন, মো: নওশের আলী, বাবুল ভূইয়া, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, পিয়ারা বেগম, নারী উদ্যোক্তা পরিষদের সহসভাপতি রনি আক্তার, সারাবান তাহুরা, সাধারণ সম্পাদক অনিতা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্না আক্তার বন্যা, হাসনা হেনা, অন্যান্য সদস্য রাহিমা ইতি, সুরভী, সোনিয়া আফরিন, মাসুমা আক্তার প্রমুখ। আগামীতে সপ্তাহ ও মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলার আশা প্রকাশ করেন নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি।
কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ৮:৪০