মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মাথরা সড়কটি গিয়েছে ভূইয়ম স্কুল এন্ড কলেজে এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় এক থেকে দেড়শত স্কুল শিক্ষার্থীদের যাতায়াত। আর এই একটি সড়কের পাশে স্কুল পর্যন্ত পাঁচটি ক্যারামবোর্ড বসিয়ে চলে খেলা।
এই খেলা কেন্দ্র করে বখাটে কিশোরদের ইভটিজিং এর শিকার হয় স্কুলের ছাত্রীরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রীরা জানায়, স্কুলে আসা-যাওয়ার সময় ক্যারামবোর্ড খেলার পাশ থেকে বিভিন্ন অশ্লীল ভঙ্গিতে ইভটিজিং করা হয় এমনকি ছাত্রীদের পিছু নেওয়া হয়।
স্থানীয় মুরব্বিরা জানায়, খোলাচোখে খেলা দেখলে মনেই হবে না যে, এখানে জুয়া খেলা হচ্ছে কিন্তু খেলাশেষে যখন টাকা লেনদেন করা হয় তখন জুয়ার ব্যাপারটি প্রকাশ পায়।
সন্ধ্যার পর হতে শুরু হয় ক্যারাম বোর্ড নামক জুয়ার আসর। আর এই আসরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ দিন মুজুর, খেটে খাওয়া সাধারণ জনগণসহ স্কুল পড়ুয়া ছেলেরাও। এরা সারাদিন যে টাকা রোজগার করছে তা সব সন্ধ্যার পরে ক্যারাম বোর্ড নামক জুয়ার আসরে এসে খরচ করে চলে যাচ্ছে।
এছাড়া এই ক্যারাম বোর্ড জুয়ার কারণে চুরি বেড়ে গেছে। প্রতি রাতে বোর্ড মালিকের আয় হচ্ছে হাজার হাজার টাকা। জুয়াড়িদের যাচ্ছে হাজার হাজার টাকা। জুয়ার টাকা যোগাড় করতে এলাকায় চুরি, চলমান রয়েছে। প্রত্যেক স্পটে প্রকাশ্যে জুয়ার আসর বসছে জনসম্মুখে।
আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু জানান, অভিযোগ পেলে এসব অসাধু দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বেপারে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সরকারী নাম্বারে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৫