স্পোর্টস ডস্কে : ফুটবল বিশ্বের এ সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই তারকার খেলা দেখার জন্য লাখ টাকা খরচ করতেও রাজি ভক্ত-সমর্থকরা। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের খেলা দেখার আশায় এক হাজার হংকং ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা খরচ করে টিকিট কেটেও দেখার সৌভাগ্য হয়নি হংকংকের ফুটবলপ্রেমীদের। যে কারণে মাঠেই তারা ক্ষোভ প্রকাশ করেন।
৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এক মিনিটও খেলানো হয়নি মেসিকে। এ ম্যাচটির জন্য আয়োজকদের অনুদান দিয়েছিল হংকং সরকার। সেখান থেকে অর্থ কেটে রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি মেসি। কিন্তু মেসির খেলা দেখতে না পেরে টিকিটের মূল্য ফেরত চান দর্শকরা।
তবে অনেকে অভিযোগ করে বলছেন চীন-জাপানের রাজনৈতিক সমস্যার কারণে হংকং ম্যাচে খেলেননি মেসি। তার ১০দিন পর ঠিকই জাপানে খেলেছেন। এমন অভিযোগ নিয়ে এক ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি শুনছি অনেকেই বলছেন, আমি নাকি রাজনৈতিক কারণে হংকংয়ে খেলতে নামিনি। এ কথা সত্য নয়। সে রকম হলে তো আমি চিন বা জাপানে খেলতেই যেতাম না। কতবার আমি চীন-জাপান গিয়েছি।’
মেসি জানিয়েছেন, চোটের কারণেই খেলতে পারেননি। তিনি বলেন, ‘ম্যাচের আগের দিন প্রস্তুতির সময়ও আমি খেলতে চেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু হাঁটতেই সমস্যা হচ্ছিল। ওই পরিস্থিতিতে খেললে চোট আরও বেড়ে যেতে পারত। তাই খেলিনি।’তিনি আরও বলেন, ‘জাপানে খেলার আগে চোট অনেকটা সেরে গিয়েছিল। সেই কারণে খেলতে নেমেছিলাম। আগামী দিনেও আমি চীন ও জাপানে খেলতে যাব।’
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০