বিনোদন ডেস্ক : পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা শিগগিরই গাঁটছড়া বাঁধছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন তারা।
এই একই পোশাকে দুজনের তোলা ছবি ভাগ করে নিয়েছেন পুলকিতও। যদিও তা তোলা হয়েছে কোনো এক ইয়টে। সেখানে অকপটে প্রেম জাহির করেছেন অভিনেতা। লেখেন, ‘আমি করি, আমি তোমাকে ভালোবাসি’।
পুলকিত ও কৃতি প্রায় চার-পাঁচ বছর ধরে প্রেম করছেন। পাগলপান্তি ছবিতে কাজ করার সময় একে-অপরকে ডেটিং শুরু করেছিলেন এবং পরে সিনেমার প্রচারের সময়ই তাদের সম্পর্কে সিলমোহর দেন। ‘ভিরে কি ওয়েডিং’, ‘তাইশ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। যদিও দুজনের কেউই এখন তাদের বিয়ের গুজব নিয়ে কোনো মন্তব্য করেননি।
পুলকিত বান্ধবী শ্বেতা রোহিরাকে ২০১৪ সালের ৩ নভেম্বর বিয়ে করেন। শ্বেতা ছিলেন অভিনেতা সালমান খানের ‘রাখি-সিস্টার’। তবে মাত্র ১ বছরেই, ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতি আলাদা হয়ে যান। এর পর পুলকিত ডেট করেন ইয়ামি গৌতমকে। ২০১৮ সালে ভেঙেছিল এই সম্পর্কও। তার পর কৃতি খারবান্দার সঙ্গে প্রেম।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৯