ডেস্ক নিউজ : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে রমিদা বেগম (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ওই নারীকে মঙ্গলবার দুপুরে পুলিশ প্রহরায় চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।
এরপর শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাতই ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। থানা পুলিশকে ওই নারী জানিয়েছেন, তিনি মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮-সি নম্বর ক্যাম্প ব্লক কে-১২ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত সৈয়দ কবির। প্রায় দুই মাস আগে রোহিঙ্গা ক্যাম্প হতে তিনি বের হয়ে আসেন। বিভিন্ন এলাকা ঘুরে সোমবার পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হন রমিদা।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক রোহিঙ্গা নারীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পুলিশ প্রহরায় ফেরত পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮