স্পোর্টস ডেস্ক : নারী যুবা দলের জয়রথ চলছে। টানা তিন জয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ সিরিজের ফাইনালটা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার ডাবল রাউন্ড রবিন লিগের প্রথম পর্বের শেষ ম্যাচেও জয় পেল স্বাগতিক দল। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এতে গ্রুপপর্বের চার ম্যাচের চারটিতেই জিতে সিরিজে একক রাজত্ব সুমাইয়া আক্তারের দলের। এদিকে পাকিস্তানের মেয়েদের এই হারে নিশ্চিত হয়েছে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। শিরোপা জয়ের লড়াইয়ে আগামী ২ ফেব্রুয়ারি স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
এদিকে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। ৪০ রানেই হারায় ৩ উইকেট। তবে আফিয়া আসিমা ইরাকে নিয়ে সেই চাপ সামাল দেন অধিনায়ক সামিয়া। তাদের ৪৭ রানের জুটিতে ভর করেই দল পৌঁছায় জয়ের দ্বারে। শেষে ৩ ওভার ও ৪ উইকেট হাতে রেখে সিরিজে টানা চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান করেন সুমাইয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেনে আনোশা নাসির।
কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০