ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গ্রাহক সেজে দুদক কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে সম্পৃক্ততা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, সকালে গ্রাহক সেজে বিআরটিএ কার্যালয়ে আসেন তারা। এ সময় মালিকানা পরিবর্তনের কথা বললে এক দালাল ৩৬ হাজার টাকার বিনিময়ে মালিকানা পরিবর্তন করিয়ে দেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়।
আগে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাস্টাররোলে কর্মরত এক কর্মীর কাছে গিয়ে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পান দুদক কর্মকর্তারা। এতে তাকেও জিজ্ঞাসাবাদে আওতায় আনা হয়।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৪