স্পোর্টস ডেস্ক : টসে জিতে শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফিল্ডিংয়ে পাঠাল রংপুর রাইডার্স। বিপিএলের ১৫তম ম্যাচে আজ সিলেটের মাঠে রংপুরের মুখোমুখি হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। পয়েন্ট টেবিলের তিনে এখন অবস্থান করছে তারা, ঠিক তার পরের অবস্থানেই রয়েছে সাকিবের রংপুর। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও রংপুর এক ম্যাচ বেশি খেলেছে।
রংপুর একাদশঃ বাবর আজম, নুরুল হাসান (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, ব্র্যান্ডন কিং, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে মাহমুদ, শামিম হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২৪