স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৩ জানুয়ারি) তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর হাতে ব্যাট তুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যমে পোস্ট দেন ইমরুল কায়েস। এ বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলছেন তামিম-মাহমুদউল্লাহ। সেইসঙ্গে এই দলে রয়েছেন মিরাজও। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলছেন ইমরুল কায়েস।
বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েসের উৎসাহেই সাধারণ ব্যাটের কারিগর থেকে পুরোদমে কারখানা নির্মাণ করেন শাহীন নামে পরিচিত হুসাইন মোহাম্মদ আফতাব। গত বছরের ১১ ডিসেম্বর আইসিসির স্বীকৃতি পায় এমকেএস স্পোর্টসের লোগো। তখন থেকে খেলোয়াড়দের এই ব্যাট ব্যবহার করা বা স্পন্সরশিপ নেয়ার বাধা কেটে যায়।
২০২০ সালে রাজশাহী নগরীর চন্দ্রিমার বার এলাকায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যেকোনো ক্রিকেট ব্যাট মেরামত থেকে শুরু করে নতুন ব্যাট তৈরি, সবই করে থাকেন ব্যাটের কারিগর হুসাইন মোহাম্মদ আফতাব।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৫৩