মোঃ সালাহউদ্দিন আহমেদ : সারাদেশের ন্যায় নরসিংদীতেও বইছে শত্যপ্রবাহ তিব্র শীতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বিত্তশালী ও ধনবানদের বাহারী শীত নিবারনের পোশাক থাকলেও এমন শীতে দিশেহারা অবস্থা নিন্মবিত্ত দিনমজুর ও ছিন্নমূল মানুষের। শহরের তুলনায় গ্রামের মানুষ গুলোর অবস্থা নাজুক তিব্র শীতে একটি কম্বল যেনো তাদের জন্য আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়ে নিজেই হাজির হলেন সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু। গতরাতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চেয়ারম্যান কম্বল নিয়ে হতদরিদ্র দিনমজুর খেটে-খাওয়া মানুষের ধারে ধারে যান।
চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু নিজ হাতে দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন কম্বল আমদিয়া ইউনিয়ন পরিষদের বিগত আমলে এমন নজির নেই। জানতে চাইলে চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, অটোরিকশা চালক, খেটে-খাওয়া দিনমজুর সঠিক দুস্থ মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমি নিজে এসেছি কম্বল বিতরণে। চেয়ারম্যান আরো বলেন আজই প্রথম নয় আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কম্বল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন এই কম্বল বিতরণের মধ্য থেকে যদি কোনো অসহায় দুস্থ মানুষ বাদ যায় অথবা না পায় তাহলে ইউনিয়ন পরিষদে এসে আমার সাথে যেনো দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবেল মিয়া, আরিয়ান শাহীন, জুয়েল মিয়া প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬