স্পোর্টস ডেস্ক : অনলাইনে মিডিয়ার সঙ্গে মিথস্ক্রিয়ায় সাবেক প্রোটিয়া ক্রিকেটার বাউচার বলেন, ‘যদি আমরা কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার লিগে খেলাতে পারি, তাহলে বিষয়টি সত্যিই অকল্পনীয় হবে। অবিশ্বাস্য হবে। সেটা বাস্তবে হবে কিনা জানি না। আমার জানামতে, ভারতীয় ক্রিকেটাররা বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলে না। বিসিসিআইয়ের এ নিয়ে নিয়ম রয়েছে। তবে ভারতীয় ক্রিকেটারদের যদি এই সব লিগে খেলতে দেখা যায় বিষয়টা দারুণ হবে।’
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০০