এদিকে বায়ার্ন মিউনিখের কানাডিয়ান তারকা আলফনসো ডেভিসকে কেনার আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যদিও এটা চলতি শীতকালীন দলবদলে না। রিয়াল মাদ্রিদের স্কোয়াড পরিকল্পনাকারী জুনি কালাফাত ডেভিসের এজেন্টকে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করতে মানা করেছে। কারণে ২০২৫ সালে যখন জার্মান ক্লাবটির সঙ্গে ডেভিসের চুক্তির মেয়াদ শেষ হবে, তখন যেন রিয়াল মাদ্রিদ তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নিতে পারে।