শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

আজ গণতন্ত্রের বিজয়ের দিন: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : রোববার (০৭ জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণ নাশকতা-ভয়ভীতি মোকাবেলা করে নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণ পছন্দ মতো তাদের প্রার্থীদের নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আজ গণতন্ত্রের বিজয়ের দিন বলেও জানান তিনি।

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই এ কথা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, যারা গণতন্ত্র-মানবাধিকারের কথা বলে, তাদের দেশে কতটা গণতন্ত্র আছে, সেটা দেখা দরকার।
নির্বাচনে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 

বিএনপি-জামায়াত তাদের দোসররা নির্বাচনে অংশ নেননি, ভোট প্রতিহত করতে চেয়েছিল, সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করেছে; ব্যালটের মাধ্যমে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। যে নির্বাচন বিএনপি বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit