ডেস্ক নিউজ : রোববার (০৭ জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আজ গণতন্ত্রের বিজয়ের দিন বলেও জানান তিনি।
বিএনপি-জামায়াত তাদের দোসররা নির্বাচনে অংশ নেননি, ভোট প্রতিহত করতে চেয়েছিল, সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করেছে; ব্যালটের মাধ্যমে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। যে নির্বাচন বিএনপি বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছেন।
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫০