শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

ভোটগ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয়েছে। এতে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিকেলে ইসিসচিব জানান, এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভোটগ্রহণ শেষে এবার ফলের অপেক্ষায় প্রার্থীরা। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। তাই দ্বাদশ নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৭০ প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

ভোটের দিনে মুন্সিগঞ্জে একজন নিহতের খবর পাওয়া গেছে। একটি ভোটকেন্দ্রের বাইরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মো. জিল্লুর রহমান মীরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি অন্য কোনো একটি মার্ডার মামলায় আসামি ছিলেন। ওই এলাকায় আসায় ছুরিকাঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি জানায়, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

Election

ভোটগ্রহণের সময় দেশের কয়েকটি আসনে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন—শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।

ভোটগ্রহণ চলাকালে কয়েকটি আসনের কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চার প্রার্থী। এ ছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টোসহ কয়েকজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

oishi

জীবনে প্রথম ভোট দিয়ে স্মৃতি হিসেবে ছবি তোলেন ঐশি। 

ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেছে, এবার সারা দেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার। যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

প্রথমাবর ভোট দিতে পেরে অনেক তরুণ-তরুণী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুশি ঐশি। রাজধানী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বাবা-মায়ের সাথে থাকেন মালিবাগ। এবার প্রথম ভোটার হয়েছেন। ভোটকেন্দ্র সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি ঢাকা-৮ নম্বর আসন।

জীবনে প্রথম ভোট দিতে পেরে এবং ভোটার হতে পেরে বেশ খুশি ঐশি। প্রচণ্ড উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। এটাই জীবনের প্রথম ভোট। আমার কিছু বন্ধুও এবার নতুন ভোটার হয়েছে। ওদের সঙ্গে এই ভোটটা উদযাপন করব।

ঐশির সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন ঐশীর মা সায়মা নাসরিন। তিনি ভোটার অন্য কেন্দ্রের। মেয়ের সাথে এসেছেন কেন্দ্রে। তিনিও একমাত্র মেয়ে ভোটার হওয়ায় বেশ খুশি। মা সায়মা আনন্দ নিয়ে বললেন, ভোটের পরিবেশ খুব ভালো। আমরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit