স্পোর্টস ডেস্ক : মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারলেন সাকিব আল হাসান। জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচন করছেন।
রোববার দ্বাদশ জাতীয় নির্বাচন চলাকালীন সময় নিজের একটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণে গেলে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-সমর্থকরা। এসময় অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
রাজনীতির মাঠে নেমে অনেক মানুষের ধাক্কা-ধাক্কি সামলাতে হচ্ছে সাকিবকে। মানুষের ভিড়ে সাকিব ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। সেই সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারেন সাকিব।
মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এনিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।
কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:০৫