”সময়”
————
থামো , থামো,
একটু আস্তে যাও !
এমনিতে ই গুনা দিন নিয়ে এসেছি যদি এতো দ্রুত যাও বাকি আর রইবে কি ?
চোখের পলকে সপ্তাহ , দেখতে না দেখতে মাস আর হিসেব মিলানোর আগেই বছর শেষ !
কি রে ভাই সময় —- ,
তোমার এতো তাড়া কেন ?
কেন বিদায় দিতে চাও – হিসেবের খাতা যে ভরে যাচ্ছে ! বেলা যে ফুরায় !
একটু আস্তে যাও —- ,
আর একটু দেখতে দাও – দুনিয়া টা ! পাশে থাকতে দাও পরিবার পরিজনের ! কতো প্রিয়জন কে দেখাই হলো না !
ধীরে যাও, ভাই সময় — !
জোছনায় ভরতে দাও মন, বৃষ্টির সাথে কথা না হয় হোক আরো কিছুক্ষন!
দূর নিলীমার বলাকার সাথে হারাতে দাও ! তারাদের সাথে কথা হয়নি তো সাড়া ! পাখির কলরবে জেগে থাকি আরো কিছুদিন !!
তুমিময় হয়ে কাটুক না আরো কিছুক্ষন ! হোক না মিতালি তাহার সনে, আলিঙ্গনে কেটে যাক বেলা অবেলা !! মন যমুনা যাক না ভেসে দূর বহু দূর থেকে দুরান্তরে !! জীবনের সুখ-দুখের জোড়ার ভাটায় ভাসতে দাও!
হৃদয় কমল বন ভরেনি সুখে !
স্বপ্নের মোহনা রয়ে গেছে অজানা !
কেতকির সুর খুঁজে পাইনি এখনো !
মিলনের রুপকথায় হয়নি তো রাঙা !!
মনের কলমে লিখা তো হয়নি জীবনগাথা !
জীবন সাগরে সুখের দ্বীপে হয়নি তো যাওয়া !
সময় তোমার গতিকে করো আরো মন্হর ! কিছু সময় দাও, চলো ধী-র-ল-য়ে! হিসাবের খাতার পাতা হিসাব বিহীন পরে থাক না !!
সুরভিত অভিমানে যেতে যেন না হয় চলে!
আলেয়াতে দিও না বিদায় !!
—– সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে !
—– হোক তা সুখের বা দুখের !
সময়ের গতিকে ধরার ব্যার্থ চেষ্টা করে লাভ নেই ! সময় চলে সময়ের মতো করে ! জীবনের সঞ্চয় থেকে হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসে না !
এই তো সেদিন নতুন বছরের অপেক্ষায় ছিলাম — আজ ৪ তারিখ !! কি করে কেটে গেলো চার টা দিন ? হিসেব মিলাতে পারছিনা !
হিসেবের দিনগুলো বেহিসাবে কেটে গেলে – বাকির খাতায় রয়ে যাবে শূন্য !
যতটুকু সময় নিয়ে এসেছি তা যদি এমনি করে ফুরিয়ে যায় – তবে বিদায় ঘন্টার আর কতটুকু বাকী ??
আমার সাধ না মিটিলো
আশা না পুরিলো
সময় ফুরায়ে যায় —–
লেখিকা পরিচিতিঃ মাহবুবা আলম স্বপ্না দুর্দান্ত একজন লেখিকা। খুব কম লিখেন, কিন্তু যা লিখেন হৃদয়ে তা দাগ কেটে রেখে যায়। জীবনের খন্ড চিত্র আঁকতে পটিয়সী মাহবুবা আলম স্বপ্না আমেরিকা প্রবাসিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন সাবেক ছাত্রী। আগুনঝরা ফাগুন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর পদচারণা নিয়ে ইতঃপূর্বে অনেক লেখা প্রকাশিত হয়েছে।
কিউএনবি/আয়েশা/০৫.০১.২০২৪/সন্ধ্যা ৬.৩০