স্পোর্টস ডেস্ক : খুব কাছে গিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা একটু বেশিই। মিচেল মার্শের ক্ষেত্রেও সেটাই হওয়ার কথা। পাকিস্তানের বিপক্ষে বক্সিং-ডে টেস্টে আজ যে ৯৬ রানে আউট হয়েছেন এই অস্ট্রেলিয়ান। হতাশা ঢাকতেই কিনা, মজার ছলে মার্শ বলেছেন মেলবোর্নে সেঞ্চুরি মিস করা তাদের পারিবারিক ইতিহাস।
সত্যিই তাই। অস্ট্রেলিয়ার হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলেছেন মিচেল মার্শের বাবা জিওফ মার্শ ও বড় ভাই শন মার্শ। তিনজনই এখানে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন হতাশা নিয়ে।
২০১৪ সালে ভারতের বিপক্ষে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে শন মার্শ ৯৯ রান করে আউট হয়েছিলেন। তার আগে ১৯৯১ সালে জিওফ মার্শ ভারতের বিপক্ষেই এমসিজিতে করেছিলেন ৮৬ রান। এবার মিচেল মার্শ আউট হলেন নব্বইয়ের ঘরে।
মার্শ পরিবারের মেলবোর্নে টেস্ট সেঞ্চুরি না পাওয়ার যে আক্ষেপ, সেটা মিচেল মার্শকে দিয়ে ঘুচাবে এমন ধারণা করছিলেন অনেকেই। মিচেল মার্শের খেলা দেখতে পার্থ থেকে মেলবোর্নে এসেছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু তিনি পারলেন না তাদের মুখে হাসি ফোটাতে।
দিনের খেলা শেষে মার্শ তুলে ধরেন মেলবোর্নে তাদের পারিবারিক ইতিহাসের কথা, ‘শন (মার্শ) এখানে রান আউট হয়েছিল ৯৯ রানে। আর বাবা করছিল ৮৬ রান। তাই শন আমার চেয়ে এগিয়ে আছে। আমার মনে হয়, এটা আমাদের পারিবারিক (সেঞ্চুরি না পাওয়া) ইতিহাসের মতো। আশা করি, আমি আরেকটি সুযোগ পাব।’
পাকিস্তানের বিপক্ষে মার্শের ইনিংসের সৌজন্যে তৃতীয় দিন শেষে ২৪১ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৩