বিনোদন ডেস্ক : কফি উইথ করণের বিশেষ এপিসোডে মা-ছেলের উপস্থিতি নজর কেড়েছিল সকলের। অনেকেই প্রতীক্ষায় ছিলেন নবাব পরিবারের কোন কোন তথ্য আসে সামনে। সাইফ আলি খান এবং অমৃতা সিং-এর বিয়ে কেন ভেঙেছিল, কী অবস্থাই বা হয়েছিল পতৌদি পরিবারের সেই সময়, সবটাই জানালেন অভিনেত্রী।
ছেলে ও সাবেক পুত্রবধুর সঙ্গে শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত
সাইফ আলি খানের সন্তান ইব্রাহিম আর সারাকে কাছে না পাওয়ার কষ্টের কথাও জানিয়েছেন শর্মিলা ঠাকুর। সাইফ আলি খান এবং অমৃতা সিং-এর বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অনুষ্ঠানে। শর্মিলা বলেন, ‘সময়টা ছিল আমাদের পরিবারের জন্য খুব খারাপ একটা সময়। শুধুমাত্র সাইফ নয়, পুরো পরিবার সেই সময়ে অমৃতা এবং সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে হারানোর যন্ত্রণায় পুড়েছিল।’
তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত প্রথম জানতে পারেন তার মা শর্মিলা। শুনে প্রথমেই তিনি গভীর শ্বাস নেন। এরপর খানিক বিরতি নিয়ে বলেছিলেন, ‘তুমি যদি এমনটা চাও তবে আমি তোমার সঙ্গে আছি’। মায়ের ওই কথাটিই সাইফকে সাহায্য করেছে।
শর্মিলা আরও বলেন, ‘তাদের এতদিনের সংসার, এত সুন্দর দুই সন্তান, তখন কোনো বিচ্ছেদই খুব সহজ নয়। অনেক কিছু ভাঙতে হয়। আমি জানি সেই সময় মাথা ঠিক রাখাও কতটা কঠিন। সবাই আঘাত পায়। কিন্তু, আমরা চেষ্টা করেছি। আর এই সময়টা কাটিয়ে ওঠার জন্য সময় প্রয়োজন ছিল।’
অভিনেত্রীর ভাষায়, ‘ওদের বিচ্ছেদের সময় ইব্রাহিমের বয়স মাত্র তিন এবং আমরা ওদের খুব ভালোবাসতাম। অমৃতাকে হারানো এবং দুই সন্তানকে হারানো আমাদের জন্য দ্বিগুণ যন্ত্রণার ছিল। তাই এটা শুধু সাইফকে নয়, আমাদের সকলকে মানিয়ে নিতে হয়েছে।’
সাইফ-অমৃতার ১৯৯১ সালের অক্টোবরে বিয়ে হয়। ২০০৪ সালে তারা আলাদা হয়ে যান। এরপর বেশকিছু বছর ধরে সাইফ তার সন্তান সারা এবং ইব্রাহিমের সঙ্গে সময় কাটিয়েছেন। পরে সাইফ আলি খান কারিনা কাপুরকে বিয়ে করেন। তাদেরও দুটি পুত্র সন্তান রয়েছে।