স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সরাসরি চুক্তির পর গত সেপ্টেম্বরে ড্রাফট থেকেও বেশ কিছু তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। তবে সেখানেই ক্ষান্ত নয় ফ্র্যাঞ্চাইজিটি। শেষ মুহূর্তে এসেও দল গুছিয়ে চলেছে তারা।
এবার ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে পাকিস্তানের ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার আব্দুল্লাহ শফিককে। বিপিএলে পূর্বে খেলার অভিজ্ঞতা নেই শফিকের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টিতে মাত্র ৬৪ রান করলেও আন্তর্জাতিক ম্যাচের বাইরে সংক্ষিপ্ত ফরম্যাটে তার পরিসংখ্যানটা মন্দ নয়।
ঘরোয়া টি-টোয়েন্টির অভিষেকেই সেঞ্চুরি পাওয়া শফিক ৫১ ম্যাচে ২৬.৮৩ গড় ও ১৩০.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১২৮৮ রান। এক সেঞ্চুরির সঙ্গে তার ঝুলিতে আছে ৭ ফিফটি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ- পিএসএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন লাহোরে কালান্দার্সের সদস্য ছিলেন তিনি।
এর আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজির মতো তারকাদের ভিড়িয়েছিল চট্টগ্রাম। আর সেপ্টেম্বরের ড্রাফটে তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, কার্টিস ক্যাম্ফার, সৈকত আলীদের টেনেছে দলটি।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০২