আবার প্রেম হোক
——————–
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক
পাখির সাথে।
পাখির দূর আকাশে ডানা মেলে উড়ে চলা দেখে আমার চোখ শীতল হোক।
মানুষ তো ভুলে যায়।
দিন শেষে পাখি সঙ্গীর কাছে নীড়ে ফিরতে ভুল করে না।
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক গাছের সাথে।
মানুষ তো ছেড়ে যায়।
গাছ তবু রোদ বৃষ্টি আর ঝড় তুফানে
আগলে রাখবে আমায়।
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক
বহমান নদীর সাথে।
রোজ নদীকে নিয়ম করে দুঃখ বলবো, নদীর বুকে প্রেমের জোয়ারে ভাসবো।
মানুষকে ভালোবেসে হৃদয়ের নাগাল পেলাম না।
এবার না হয় নদীর বুকে ডুব সাঁতারে খুঁজবো নদীর তল।
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক কবিতার সাথে।
মানুষ কে অনুভূতি বলে শুধু তিরস্কার জুটেছে।
এবার না হয় কবিতার সাথে সন্ধি করে লিখবো প্রেম, লিখবো বিচ্ছেদ লিখেই যাবো অব্যক্ত ছিল যত অনুভূতি।
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক বেহালা,বুলবুল তরঙ্গ,দোতারা,বিউগল আর বীণা’র সাথে।
মানুষকে দুঃখ জানিয়ে পাইনি কিছুই।
দুঃখ বাড়লে এবার না হয় বেহালা সুরে মাতবো। বিউগল, বীণা আর বুলবুল তরঙ্গের সুরে হারাবো।
মানুষ কেবল দুঃখ দেয়।
এবার আমার প্রেম হোক একাকিত্বের সাথে।
আমি শুধু আমাকেই ভালোবাসতে চাই।
কারণ ঠিক বুঝে গেছি আমি একলাই, আমার জন্য অপরিহার্য এই আমিটাই।
কবি পরিচিতিঃ তানজীনা ফেরদৌস যশোরে জন্মেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনে অনার্স সহ স্নাতকোত্তর। বর্তমানে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। ছোটবেলায় ‘অংক’ ভয় পেতেন খুব। অংক পরীক্ষার দিন ‘অংক’ নামে প্রথম ছড়া লিখে লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। এরপরে কবিতা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঝগড়ার বয়স বাড়ুক’। কবি বঙ্গসভা সাহিত্য পুরষ্কার ২০২৩ এবং আন্তর্জাতিক সৃজন কলা পদক ২০২৩ পেয়েছেন তানজীনা ফেরদৌস ।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২০