স্পোর্টস ডেস্ক : বিদায়ী সিরিজের শুরুটা দারুণ হয়েছে ডিন এলগারের। চমৎকার এক সেঞ্চুরিতে রাঙিয়েছেন তিনি ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। কিন্তু একটি আক্ষেপ তার সঙ্গী। আরও একবার অল্পের জন্য ছুঁতে পারলেন না তিনি ডাবল সেঞ্চুরি।
সেঞ্চুরিয়নে আজ ১৮৫ রানে আউট হয়েছেন এলগার। তার ২৮৭ বলের ইনিংসে চার ২৮টি। টেস্ট ক্যারিয়ারের এক ইনিংসে এত বাউন্ডারি আগে কখনো মারেননি এলগার। ২০১৭ সালে ডাবল সেঞ্চুরির আরো কাছে গিয়েছিলেন এলগার। বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে ১৯৯ রান করে আক্ষেপের আগুনে পুড়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
১৪ টেস্ট সেঞ্চুরির মধ্যে দেড়শর ওপর কেবল আরেকবার যেতে পেরেছিলেন এলগার। ভারতের বিপক্ষে ২০১৯ সালে বিসাখাপত্নামে ১৬০ রান করেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩২