আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ‘ঠিক জায়গায় ও ব্যবহারযোগ্য অবস্থায়’ আছে। অনেক দিন আগে ওয়ারহেডগুলো সরবরাহ করা হয়েছিল। তখন আমি নিজেই সব জানিয়েছিলাম। সেপ্টেম্বরে বা অক্টোবরের শুরুতে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এ কথা বলেন। এ সময় তিনি বেলারুশের সামরিক কর্মীরা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন বলেও উল্লেখ করেন।
প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, তারা প্রতিদিনই নতুন কিছু শিখছে। এমনকি পিএমসি ওয়াগনারের প্রাক্তন সদস্যরাও সামরিক ইউনিটে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।
গত ২৫ মার্চ মিনস্কের অনুরোধে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর মস্কো সেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করে এবং বিশেষ ওয়ারহেড বহনের জন্য বিমানগুলো পুনরায় সজ্জিত করতে সহায়তা করে।
এজন্য বেলারুশের ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্রু এবং পাইলটদের রাশিয়ার ভূখণ্ডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ১৬ জুন রাশিয়ার প্রথম পারমাণবিক অস্ত্র বেলারুশের কাছে হস্তান্তর কথা নিশ্চিত করলেও পুরো চালানটি এ বছরের শেষ নাগাদ পৌঁছে যাবে বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।