শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সরকারি মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষকরা সর্বক্ষেত্রে আজীবন সম্মানিত হয়ে থাকেন। কলেজের তিনজন গুণী শিক্ষাবিদ এর বিদায়কে বিদায় বলব না, তাঁদেরকে মদন মোহন কলেজ পরিবার আজীবন মনে রাখবে। তিনি বিদায়ী শিক্ষকদের সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে আজীবন শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করার আহবান জানান।
প্রফেসর মাহবুবুর রহমান গত ২৪ ডিসেম্বর রবিবার বিকালে কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্ত দাস, পরিসংখ্যা বিভাগের বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মবশ্বীর আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লেঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রজত কান্তি ভট্টাচার্য্য ও অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নারায়ণ শাহ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব কবির আহমেদ, সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ববানী অর্জ্জুন, শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মঈনূল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয়ন প্রধান জয়ন্ত দাস, পরিসংখ্যা এর বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মবশ্বীর আলী। বক্তব্য রাখেন জয়ন্ত দাসের সহধর্মিণী সুপ্তি চৌধুরী, মবশ্বীর আলীর সহধর্মিণী সাজেদা সুলতানা, আহমদ হোসেন, অসিত রঞ্জন দাস, আসমা উল হোসনা, রণজিৎ মোহন্ত, বিপ্রেস রঞ্জন রায়, মঞ্জুর হোসেন, জেবা আমাতুল হান্না, অরিনন্দম দত্ত চন্দন, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সানী প্রমূখ।
সংবর্ধিত অতিথিদেরকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও তাদের কর্মকে স্মরণীয় করে রাখতে মানপত্র পাঠ করা হয়। মানপত্র পাঠ করেন হোসনে আরা কামালি, আদিবা খানম, নাজেরা খানম। এদিকে রাতে নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলে গুণী শিক্ষাবিদের উপস্থিতিতে সরকারি মদন মোহন কলেজের উদ্যোগে এক প্রীতিভোজ অনুষ্ঠিত।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক লেঃ মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ, মাধ্যমিক উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.জেড.এম. মইনুল হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমিন ইসলাম চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মছব্বির চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল সাজিদ, সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হাসান, দি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক সফিউল আলম, এমসি কলেজের উপাধ্যক্ষ মোঃ সাইফুউদ্দিন আহমেদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোছাঃ রোকসানা বেগম, সিলেট সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক বিলকিস ইয়াসমিন, শিক্ষক জয়ন্ত দাসের বন্ধু কানাডা প্রবাসী মানু হাওয়ালদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কলেজের তিনজন গুণী শিক্ষাবিদ জয়ন্ত দাস, আকবর হোসেন চৌধুরী, মবশ্বীর আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গুণী শিক্ষাবিদদের মিলন মেলার আয়োজন করায় বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ও মদন মোহন কলেজ পরিবারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজ পরিবারের সদস্যবৃন্দ। সরকারি মদন মোহন কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, বানুলাল দাশ, মাহবুব কোরেশী, জাকির, বেলাল, কামরান প্রমুখ। কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সানির নেতৃত্বে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজের সাবেক ছাত্র ইমন দাসের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:২৮