ডেস্ক নিউজ : ঢাকার লেকশোর হোটেলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩। ‘প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নকে অগ্রসর: বসত বাড়িসহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামীর পরিকল্পনা নির্ধারণ’ শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬ এর সঙ্গে তাল মিলিয়ে সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। বিশ্বের পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ওয়াটার ডট ওআরজি। ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানটি। বাংলাদেশে যাত্রা শুরুর পর সংস্থাটি বিভিন্ন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সূত্রে ৪০০ মিলিয়ন ডলার পুঁজি নিয়ে ৮০ লাখ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
ভবিষ্যৎ দিক-নির্দেশনা নির্ধারণ, অংশীজন স্বীকৃতি ও কৃতিত্ব উদযাপনে প্রতিবছর নিজেদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়াটার ক্রেডিট ফোরাম আয়োজন করে ওয়াটার ডট ওআরজি।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৮