জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বীর সূর্য সন্তানদের স্বরণে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকাল ৯টার দিকে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর আয়োজনে চেঙ্গি স্কোয়ার সংলগ্ন স্মৃতি ফলক-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি। এ সময় খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেন অত্র প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১১টার দিকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর হল রুমে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনির উপর আলোচনা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ডকুমেন্টরী প্রদর্শন করেন খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি।
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৫