মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বণিক সমিতি, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন বিন¤্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। একই সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এবং ওসি মোঃ মুসা মিয়া।
দিনব্যাপি অন্যান্য কর্মসুচির মধ্যে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস ও গার্লস গাইড এর অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা, ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং“ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম। এছাড়াও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাসভবনে আলোকসজ্জা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩