বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শাহীনুর বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবার বাড়ির লোকজনের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে তারা পালিয়ে গেছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।
শাহীনুর বেগম সদর উপজেলার বুধল ইউনিয়নের পশ্চিম পাড়ার তাজুল ইসলামের মেয়ে ও সুলতানপুর ইউনিয়নের ফাঁটাপুকুর পাড়ের প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী। শনিবার দুুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রায় আট বছর আগে সুলতানপুর ইউনিয়নের ফাটাপুকুরপাড় তালুকদার বাড়ির শাহজাহান মিয়ার ছেলে দুবাই প্রবাসী ফারুক মিয়ার সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ফারুক মিয়া আবার দুবাই চলে যায়। ছুটিতে বিভিন্ন সময়ে তিনি দেশে আসতেন। ইতিমধ্যেই তাদের সংসারে ফারিয়া আক্তার (৬) ও জয়মনি (৪) নামে দুই কন্যা সন্তানের জন্ম হয়।
শাহীনুরের পিতা তাজুল ইসলাম অভিযোগ করেন, গত আড়াই বছর আগে ফারুক মিয়ার মেঝো ভাই মারা যায়। ওই ভাইয়ের কোন সন্তান নেই। পরে মেজো ভাবীর সাথে ফারুকের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে মেঝো ভাবীর অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া চলতে থাকে। গত ২ নভেম্বর ফারুক মিয়া দুবাই থেকে দেশে এসে তার ওই ভাবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এ নিয়ে শাহীনুরের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। গত ৪ ডিসেম্বর ফারুক তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার বিকেলে তারা আবার নিজ বাড়িতে চলে আসে। শুক্রবার রাত ১২টার দিকে ফারুকের ভাই আক্তার হোসেন মোবাইল ফোনে তাকে বাসায় আসতে বলেন। বাসায় আসার পর তাকে জানানো হয় শাহীনুর কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে।
তিনি অভিযোগ করেন, হাসপাতালে এসে শাহীনুরের লাশ দেখতে পান। তিনি জানতে পেরেছেন তার কন্যাকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ হাসপাতালে রেখে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই গৃহবধূ আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা গেলেও ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। ঘটনার পর তার শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১