এম এ রহিম চৌগাছা (যশোর) : “নারী জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ ” এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছায় নারী ও কিশোরের প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সমতা সমাজ কল্যাণ সংস্থা ও অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমানআরা মাহমুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সমতা সমাজকল্যান সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল দত্ত, অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শোভা রানী বাড়ৈ, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ, ব্র্যাকের পক্ষ থেকে কাকোলী খাতুন, মমতাময়ী শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী রাফেজা খানম,সমতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক দিপা সরকার অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসীর উদ্দীন, কো-ডির্টর সুমিত্রা সরকার , মহিলা নেত্রী রিপা খাতুন, সোনালী খাতুন, সমতা সমাজকল্যান সংস্থার সুপারভাইজার সুমন রায় সহ স্থানীয় মহিলা নেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০