বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পরিচালক (গার্ড) সংকটের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কর্ণফুলি এক্সপ্রেস বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে পাঁচ মিনিটের বদলে সোয়া একঘন্টা যাত্রাবিরতি দেয়। অনির্ধারিত এ অতিরিক্ত যাত্রাবিরতির কারণে একই পথের মহানগর এক্সপ্রেস ট্রেনটিও ১৫-২০ মিনিট বিলম্বে চলাচল করে।
একাধিক সূত্র জানায়, কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি ২টা ২৫ মিনিটে আখাউড়ায় এসে পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। তবে ট্রেনটি নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট বিলম্বে বেলা তিনটা ৫ মিনিটে আখাউড়ায় আসে। চট্টগ্রাম থেকে ট্রেনটি নিয়ে আসা গার্ডের দায়িত্ব শেষ হলে তিনি নেমে পড়েন। নিয়ম অনুসারে আখাউড়া থেকে গার্ড উঠার কথা। তবে আখাউড়ায় ওই মুহুর্তে গার্ড না থাকায় ট্রেনটিকে থামিয়ে রাখা হয়। পরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস আখাউড়া এলে ওই ট্রেনের গার্ড দিয়ে ঢাকাগামী ট্রেনটিকে চালানো হয়। বেলা চারটা ২০ মিনিটে ট্রেনটি আখাউড়া ছেড়ে যায়।
এদিকে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পরপরই মহানগর এক্সপ্রেস ট্রেন আখাউড়া প্রবেশ করে। কর্ণফুলি পরবর্তী স্টেশন পাঘাচং যাওয়া পর্যন্ত মহানগরকে আখাউড়ায় দাঁড়িয়ে থাকতে হয়। মহানগর এক্সপ্রেস আখাউড়ায় ১০ মিনিটের বেশি যাত্রাবিরতি ছেড়ে গিয়ে আবার পাঘাচং স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি দিতে হয়। কর্ণফুলি এক্সপ্রেস পাঘাচংয়ের পরবর্তী স্টেশন ব্রাহ্মণবাড়িয়ায় না পৌঁছায় অনির্ধারিত যাত্রাবিরতি দিতে হয়।
বিলম্বে চলাচল করা কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সুপারভাইজার হাফিজুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমনিতে আখাউড়ায় এসে গার্ড বদল হয়। সাধারণত গার্ড আগে থেকেই প্রস্তুত থাকেন। আজ (গতকাল) চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস অনেক বেশি বিলম্ব হওয়ায় ওই ট্রেনের গার্ড আসতে দেরি হয়। ওই ট্রেনটি আখাউড়ায় এলে তাৎক্ষণিকভাবে তিনি আমাদের ট্রেন নিয়ে যান।’
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০