লোকে আমায় বলুক যা বলে
—————————————–
লোকে আমায় বলুক যা বলে
চল্লিশের পরে কেউ বলতেই পারে আধ বুড়ি,
তাতে কি যায় আসে !?
আমি আমার তারুণ্যটাকে ধরে রাখতে চাই,
কথার মাঝে হো হো করে হেসে উঠতে চাই,
কেউ রূপের প্রশংসা করলে
সহসা ফুলে ভরা ডালের মতো
লাজুক হাসিতে নুইয়ে পড়তে চাই।
বুকের প্রাণোচ্ছল আবেগকে রাখতে চাই
কখনো বাতাসে ওড়া,
কখনো বা বৃষ্টিতে ভেজা পালকের মতো।
কিশোরী মনটাকে অকারণ মারতে চাইনা,
ষোড়শী স্বপ্নগুলিকে কোন অজুহাতে দমাতে চাইনা
হালকা রঙের পোশাকে,
মেপে মেপে কথা বলে,
অথবা বাঁকা ঠোঁটে ছিটে ফোঁটা হাসি দিয়ে
বোঝাতে চাই না বয়সের ভারে আমার শখ-আহ্লাদ নুব্জ্য,
আভিজাত্যপূর্ণ গুরু গাম্ভীর্যের মূর্ত প্রতীক আমি,
এখন খরস্রোতা নদীর মতো উচ্ছলতা আমায় আর মানায় না।
হালকা রঙের লিপস্টিকে বা
হালকা কাজলের টানে
ইচ্ছে গুলোকে দাঁতের চেপে
শিথিল করে বোঝাতে চাই না
আমি যথেষ্ট পরিণত, আটোসাটো ও
পরিপক্ক বুদ্ধিসম্পন্না জীবনের মধ্যভাগে উপস্থিত এক মাঝবয়সী মহিলা,
এই নাটক আমি করতে চাই না
আমি সব কিছুর উর্ধ্বে বাঁচি,
মন আমার শাসনে চলে,
তাতে লোকে আমায় বলুক, যা বলে।
কবি পরিচিতিঃ টুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারতের একজন কাব্য প্রিয় মানুষ। রবীন্দ্রভারতী থেকে এমএ (বিষয় :এডুকেশন) পাশ করেছেন। পেশায় একজন গৃহবধূ। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখনী ব্যাপক পাঠক প্রিয়।
কিউএনবি/বিপুল/০৬.১২.২০২৩/রাত ৯.৫৪