ফারজানা মালেক এর কবিতাঃ পুরুষের জন্যে শোকগাঁথা
—————————————————-
ভাই, শোন, তুমি পুরুষ,
তোমার মেকাপ নেয়া মানা,
সাজগোজ করা মানা,
ঘরে বেশি থাকা মানা,
লাজ-লজ্জা থাকা মানা।
তোমার বোটানীতে পড়তে মানা,
যেহেতু ঐটা ‘লিপিস্টিক’ সাবজেক্ট।
তোমার কিন্টারগার্টেনে পড়াইতে মানা,
যেহেতু ঐখানে মায়েরা পড়ায়।
তোমার নাচতে মানা,
যেহেতু তুমি মাইজ্ঞা হইতে চাও না।
কোনদিন শক্ত গলায় পরিবার রে কইতে পারবা না,
আমি চাকরী করতে চাই না।
আকাশের দিকে তাকায়া উদাস হইয়া কইতে পারবা না,
আমি শুধুমাত্র কবিতা লিখতে চাই।
একদম খাইয়া ফেলব তোমার পরিবার, সমাজ, বন্ধু বান্ধব।
মনিবের মুখের উপরে কখনই কইতে পারবা না,
“তোর চাকরি মুই না করিম”।
যে কয়টারে বুইঝা না বুইঝা চাকরী করতে দেও নাই,
সবকয়টা না খাইয়া মরব তাইলে।
কইলজা ফাইট্টা গেলেও
তুমি চিক্কুর পাইরা কানতে পারবা না,
কারণ পুরুষেরা কান্দে না।
ফিচফিচ কইরাও কান্দা যাব না,
কারণ ওইভাবে মাইয়া মানুষ কান্দে।
এই ব্যাটাগিরির জগতে
কী যে এক চিপায় পড়ছ ভাই!
কবি পরিচিতিঃ ফারজিনা মালেক নিয়মিত কাব্যচর্চা করেন। তিনি লিখেন নিজের আনন্দভুবন সৃষ্টির জন্যে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাব্যপ্রীতির নিদর্শন পাওয়া যায়। ফারজানা মালেকের সম্মতিতে আজ তাঁর এই কবিতাটি প্রকাশ করা হলো।
কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৩/রাত ১১.৫৯