আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিল গুরুদুয়ারায় যাওয়ার সময় তারানজিৎ সিং হেনস্তার শিকার হন। প্রতিবেদনে বলা হয়, গুরুপুরব উপলক্ষে হিকসভিল গুরুদুয়ারায় প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। সেখানে খালিস্তানপন্থি একটি দল তাকে হেনস্তা করে।
কথিত এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হিকসভিল গুরুদুয়ারায় সান্ধুকে একদল লোক ঘিরে ধরেন। তারা চিৎকার করে নানা অভিযোগে তাকে অভিযুক্ত করেন এবং নানা প্রশ্নে জর্জরিত করেন। সান্ধুকে ঘিরে ধরা লোকজন বলছিলেন, ‘খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে রাষ্ট্রদূত সান্ধু দায়ী। খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তেও তার সংশ্লিষ্টতা আছে।’
উল্লেখ্য, ভারতে শিখ সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়তে চান খালিস্তানপন্থিরা। খালিস্তান আন্দোলনের নেতা কানাডার নাগরিক নিজ্জর গত জুন মাসে ভ্যাঙ্কুভারে খুন হন। নিজ্জর হত্যায় ভারতের হাত থাকার অভিযোগ করে কানাডা। তবে এই অভিযোগ নাকচ করে মোদি সরকার।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:০০