আন্তর্জাতিক ডেস্ক : সাইফার মামলা বা সাইফার বা গোপন নথি ফাঁসের মামলায় ইমরানের বিরুদ্ধে শুনানি চলছে। গত সপ্তাহে বিচারক জুলকারনাইন এক নির্দেশনায় বলেন, নিরাপত্তা–উদ্বেগের কথা বলে কারাগারের ভেতর বিচারকাজ চালানো অবৈধ। সেই সঙ্গে ইমরান খান ও তার দলের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরাইসিকে ইসলামাবাদ ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে (এফজেসি) হাজির করার নির্দেশ দেন।
কিন্তু মঙ্গলবার (২৮ নভেম্বর) খানকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করেনি আদিয়ালা জেল কর্তৃপক্ষ। সরকার বলছে, তার জীবন নিয়ে হুমকি থাকায় তাকে আদালতে তোলা হয়নি। এরপর ইমরান খানের পক্ষ থেকে প্রকাশ্যে বিচারকাজের দাবি জানিয়ে করা একটি আবেদনের প্রেক্ষিতে বিচারক জুলকারনাইন নতুন নির্দেশনা দেন।
বিচারক জুলকারনাইন বলেন, নিরপাত্তার বিষয়কে মাথায় রেখে সাইফার মামলার বিচারকাজ কারাগারেই অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (১ ডিসেম্বর) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত আরও বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির পরিবারের পাঁচ সদস্যকে কার্যক্রমে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে।
গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে আসছেন পিটিআই প্রধান।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৫