ডেস্ক নিউজ : জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেওয়ায় কামরুল আনামকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের করে দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আলম বলেন, ‘মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা কার্যালয়ে এলে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন আমাকে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা জানাতে চাইলে, আমি হাসূচক জবাব দিলে, এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ব্যবহার করতে নিষেধ করেন। প্রয়োজনে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিবেন বলেও জানান। এজন্য তিনি ব্যক্তিগত অফিস নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করবেন।’
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮