ডেস্ক নিউজ : বুধবার (২৮ নভেম্বর) তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিপক্ষকে নিয়ে কোনো ভাবনা নেই। ঢাকা-১৭ আসনে নৌকার ভোট অনেক। তাদের কেন্দ্রে নিয়ে আসাই আসল কাজ। এটাই করার চেষ্টা করবো। এ সময় তিনি এলাকার পানির সমস্যা এবং নিম্ন আয়ের মানুষের পুনর্বাসন নিয়ে সামনের দিনে কাজ করার ঘোষণা দেন।
এদিকে অধ্যাপক আরাফাতের আসনে জাতীয় পার্টির হয়ে লড়বেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দলটি মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সে অনুযায়ী দলটির চেয়ারম্যান ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসন থেকে লড়বেন বলে জানা যায়। গত ১৭ জুলাই উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আরাফাত। ১২৪ কেন্দ্রের সবকটির গণনায় তিনি পান ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে সে সময় মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪