আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চলের একটি টার্কি মুরগির খামারে বার্ড ফ্লু শনান্ত হয়েছে। এর পরপরই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় বলছে, ব্রিটানি অঞ্চলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এখন আর এ নিয়ে অবহেলা করার সময় নেই। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৩