লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক সুন্দর রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়ার বিকল্প নেই। তবে অনেক সময় একটু বাড়তি যত্নে ত্বকে চমক আসে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের যথেষ্ট পরিচর্চা না করলেই নয়। অভিনেত্রীদের মতো ঝলমলে ত্বক পেতে আর কী কী করতে হবে?
ক্লিনজিং
শুধু ফেসওয়াশ নয়। প্রয়োজন হলে ডবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করতে হবে। প্রথমে নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মুখ পরিষ্কার করে, তার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে।
আর্দ্রতা বজায় রাখা
মুখ ধোয়ার পর টোনার, সিরাম এবং ময়েশ্চারাইজার মাখা আবশ্যক। ত্বকে যদি পানির ঘাটতি থাকে, সে ক্ষেত্রে উজ্জ্বলতা কমে যাওয়া স্বাভাবিক।
চোখের যত্ন
মুখের যত্ন নিলেও দু’টি চোখের দিকে আলাদা করে নজর দেন না অনেকেই। চোখের চারপাশের অংশ বেশ স্পর্শকাতর এবং সেই চামড়াও যথেষ্ট পাতলা এবং শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই এই অংশে বলিরেখা পড়েও তাড়াতাড়ি। মুখে ময়েশ্চারাইজার মাখলেও চোখের চারপাশে আর্দ্রতা বজায় রাখতে আলাদা করে আইক্রিম মাখতে হবে।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৩৩