জাতীয় পার্টি দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে গতকাল সোমবার। ওইদিন বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়। এসব আসনে প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) মো. শাহানুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এডভোকেট আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) তারেক আহমেদ আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) মো. মোবারক হোসেন দুলু ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্জারামপুর) অ্যাভোকেট আমজাদ হোসেন।এর মধ্যে আব্দুল হামিদ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। তিনি নির্বাচনে লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন তিন হাজার ১৮৬ ভোট। এ আসনে ৫০ বছর পর আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/দুপুর ১:২৮