শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮৪৩তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:২১