বিনোদন ডেস্ক : তবে বলিউডে ‘অ্যানিমেল’ সিনেমাটি রাশমিকার জীবনে আশার আলো দেখাচ্ছে। এই সিনেমার কারণেই বার বার আলোচনায় উঠে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা।


সত্যি বলতে, ট্রলকারীদের সামলানোর তিন-চারটি আলাদা কৌশল আছে। প্রথমত, আপনি তাদের মন্তব্য মোটেও দেখবেন না। দ্বিতীয় উপায় হলো, তাদের পাত্তা না দেয়া। তৃতীয় কৌশল, হেসে এগিয়ে যাওয়া। এবং চতুর্থ উপায় হলো, কান্নাকাটি করা। এটা বুঝতে হবে যে তাদের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই। তারা যা ইচ্ছা তা-ই বলবেন। কখনো তাদের কারণে আপনি এক অন্য দুনিয়ায় চলে যাবেন। কখনো আবার তাদের মন্তব্য আপনাকে মানসিকভাবে প্রভাবিত করবে। কিন্তু আপনাকে কিছুতেই প্রভাবিত হওয়া যাবে না। কারণ, আপনার নিজের একটা জীবন আছে। তাদের কথা ধরে বসে থাকলে আপনার চলবে না।
‘অ্যানিমেল’ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাশমিকা ও রণবীর কাপুর। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির অন্যান্য চরিত্রে আছেন অনিল কাপুর, ববি দেওল। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১