স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হতে যাচ্ছে। গতবার ফাইনাল খেলতে না পারলেও প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই উচ্ছাস বজায় রাখলেন।
কিউইদের টেস্ট মেজাজ প্রসঙ্গে সাউদি জানান, ‘আমাদের ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি আগ্রহ ব্যাপক। টেস্ট ম্যাচকে সবসময় বিশেষ কিছু মনে হয় আমাদের। আমরা টেস্ট খেলতে ভালোবাসি এবং গুরুত্বের সাথে বিবেচনা করি।’
গত আসরটা মনের মতো কাটেনি সাউদিদের। এবার শুরুই করছেন বিদেশি কন্ডিশনে। সেই প্রসঙ্গে বলেন, ‘নিউজিল্যান্ডের তুলনায় এখানের কন্ডিশন আলাদা। আমাদের ওখানে পেস গুরুত্ব পায়, এখানে স্পিন। পাকিস্তানে টেস্ট খেলার কারণে উপমহাদেশীয় কন্ডিশন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের স্পিনাররা টেস্টে অনেক ভালো কিছু করে দেখিয়েছে। এবারও তাদের সামনে সামর্থ্য প্রমাণের সুযোগ।’
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট সংগ্রহ করাটা সহজ হবে না বলে মনে করছেন সাউদি। কন্ডিশন বাংলাদেশের পক্ষে থাকবে বলে মনে করছেন তিনি। তার প্রত্যাশা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজ হোক।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২০